সপ্তাহে দুদিন লকডাউন : মানুষকে সচেতন করতে পথে নামলেন ইন্দাস থানার পুলিশ

22nd July 2020 8:12 pm বাঁকুড়া
সপ্তাহে দুদিন লকডাউন : মানুষকে সচেতন করতে পথে নামলেন ইন্দাস থানার পুলিশ


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) : পুনরায় লকডাউন এর আগে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল ইন্দাস থানা । রাজ্যজুড়ে পুনরায় শুরু হতে চলেছে লকডাউন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুযায়ী সপ্তাহে দুদিন বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে সমগ্র রাজ্যে, এদিন তারই অঙ্গ স্বরূপ বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত বিভিন্ন এলাকাগুলিতে সতর্কতা অভিযান চালানো হল ইন্দাস থানার পক্ষ থেকে । এদিন বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার  গনেশ বিশ্বাস সোনামুখীর সার্কেল ইনস্পেক্টর তুলসিদাস ভট্টাচার্য ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ পাল ,ইন্দাস থানা এলাকার ইন্দাস বাজার, গোবিন্দপুর, সাহসপুর, খোশবাগ, কুমরুল, আকুই, প্রভৃতি এলাকাগুলিতে সচেতনতা ও লকডাউন মেনে চলার প্রচার অভিযান চালানো হয় এবং পথচলতি যে সমস্ত মানুষেরা এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার করছেন না তাদের হাতে মাস্ক তুলে দিলেন এবং সপ্তাহে লকডাউন এর দুই দিন যাতে তারা বাড়ির মধ্যেই থাকে তার পরামর্শ ও দিলেন, একই সঙ্গে মাস্ক ব্যবহার এবং প্রয়োজন না থাকলে যাতে বাড়ির বাইরে না বের হয় তার জন্য সতর্ক ও করলেন ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।